বরানগর রাজকুমারী মেমোরিয়াল স্কুলের ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ষষ্ঠ স্থান অধিকার করেছে
বরানগর তাঁতি পাড়া অঞ্চলের যোজনাগন্ধা দাস বরানগর রাজকুমারী মেমোরিয়াল স্কুলের ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছে তার প্রাপ্ত নাম্বার ৪৯৩. বাবা-মা শিক্ষকতা করেন, যোজনাগন্ধা দাস ভবিষ্যতে স্নাতকে ইতিহাস অনার্স নিয়ে পড়া ইচ্ছে আছে এবং পরবর্তী সময়ে গবেষণা করার ইচ্ছে প্রকাশ করলেন যোজনাগন্ধা দাস, যোজনাগন্ধা পড়াশোনার পাশাপাশি ভালোবাসে সাসপেন্স ধরনের বই দেখতে।