বর্ধমানের পাল্লা এলাকা থেকে উদ্ধার কয়েক কোটি টাকার মাদক তৈরীর সরঞ্জাম।

বর্ধমানের পাল্লা এলাকা থেকে উদ্ধার কয়েক কোটি টাকার মাদক তৈরীর সরঞ্জাম।

রাজ্যে পুলিশের এসটিএফের বড়সড় সাফল্য। বর্ধমান শহর থেকে উদ্ধার করল কয়েক কোটি টাকার মাদক তৈরীর সরঞ্জাম। রবিবার মধ্যে রাতে গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান শহরের পাল্লাশ্রীরামপুরে অভিযান চালায় এসটিএফের বিশেষ দল। এসটিএফের ডিএসপি আমিনুল ইসলাম খানের নেতৃত্বে চলে এই বিশেষ অভিযান। উদ্বার হয়েছে কয়েকটি ব্যারাল। এসটিএফ সূত্রে খবর, পাল্লা এলাকা থেকে তারা হিরোইন সহ মাদক তৈরীর সরঞ্জাম বাজেয়াপ্ত করে। এই ঘটনায় দুই মাদক কারবারি কে আটক করে তারা। একজনের নাম বাবর মন্ডল ও অপরজন রাজু মন্ডল ‌উদ্বার হওয়া মাদক সামগ্রীর মূল্য প্রায় ১২কোটি টাকা বলে সূত্রের খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × three =