এক মহিলার গলাকাটা দেহকে উদ্ধার করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানে।
মহিলার নাম মোমিতা দে(৩৭)। বাড়ি বর্ধমানে কুল্লু এলাকার বাবু পুকুর পাড়ে। মহিলা পরিচারিকার কাজ করতো বলে জানা গেছে। রবিবার বিকালে বাড়ি থেকে বেরিয়ে বাড়ি ফেরেনি মৌমিতা। রাতে খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি।এদিন সকালে বর্ধমান-কালনা রোডের পাশে বাগমারি এলাকায় গলা কাটা অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। বাড়িতে খবর দেওয়া হলে মৌমিতার বাবা এসে মৃতদেহ শনাক্ত করে। পরিবার ও স্থানীয়দের অনুমান তাকে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান পুলিশ মর্গে পাঠিয়েছে।
