শুক্রবার সকালে বর্ধমানে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। ১০০ দিনের কাজ সহ কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন কাজ খতিয়ে দেখতে এই কেন্দ্রীয় দল এসেছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এদিন জেলাশাসকের অফিসে প্রথমে তাঁরা জেলাশাসক ও জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে বৈঠক করেন। এরপর বিভিন্ন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন তারা। এদিনই দলটি আউশগ্রাম ১ ব্লকে যান।