অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে রবিবার বর্ধমান-নবদ্বীপ রোডের উপর। এদিন বর্ধমান থেকে একটি ওভারলোড খড় বোঝাই গাড়ি নবদ্বীপের দিকে যাওয়ার পথে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। যার জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে এসে পৌঁছায় দেওয়ানদিঘী থানার পুলিশ। ড্রাইভার ও খালাসি অল্পের জন্য প্রাণে বাঁচে। তবে খড়বোঝাই গাড়িটি ভস্মিভুত হয়ে যায়।