বর্ধমানে বিদ্যালয়ের কেক ও গ্লুকোজ খেয়ে অসুস্থ ৫০-এর বেশী পড়ুয়া।

বর্ধমানে বিদ্যালয়ের তরফ থেকে দেওয়া কেক ও গ্লুকোজ খেয়ে অসুস্থ ৫০-এর বেশী পড়ুয়া।ঘটনাটি বর্ধমান-২ ব্লকের হাটগোবিন্দপুরের আউশা প্রাথমিক বিদ্যালয়ের।শুক্রবার বেলায় আউশা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পড়ুয়াদের একটি র‍্যালি হয়।সেই র‍্যালি শেষ হওয়ার পরেই পড়ুয়াদের কেক ও গ্লুকোজ জল দেওয়া হয়।ঐ খাবার খাওয়ার কিছুক্ষনের মধ্যেই একের পর এক পড়ুয়ারা অসুস্থ হয়ে যায়।মাথাঘোরা, থেকে বমি শুরু হয় সকলের।অচেতন হয়ে পড়ে র‍্যালিতে যোগ দেওয়া বেশীর ভাগ পড়ুয়া, অভিভাবকদের অভিযোগ।বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একটি গাড়ি ও একটি বাসে করে বর্ধমান মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে আসে।বর্ধমান হাসপাতাল সূত্রে খবর, প্রায় ৫০জনের বেশী পড়ুয়াকে অসুস্থ অবস্থায় আনা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।তাদের সকলের চিকিৎসা চলছে শিশু ওয়ার্ডে।তাদের মধ্যে ২৫জনকে ভর্তি করা হয়েছে।অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষকদের তরফ থেকে দেওয়া কেক ও গ্লুকোজ খেয়েই তাদের ছেলে-মেয়েরা অসুস্থ হয়ে পরেছে।মাথাঘোরা ও বমির পাশাপাশি অনেকেই অজ্ঞান হয়ে পড়েছে।এই সব কিছু বিদ্যালয় কর্তৃপক্ষ-এর গাফিলতিতেই হয়েছে।বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ জানান,বর্ধমান-২ ব্লকের আউসা প্রাথমিক বিদ্যালয় থেকে প্রচুর অসুস্থ পড়ুয়াকে আনা হয়েছে হাসপাতালে।তাদের চিকিৎসা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 6 =