বর্ধমানে বিষ মদ খেয়ে মৃত্যু ২, হোটেল পরিদর্শনে আই.জি সঞ্জয় সিং।
শুক্রবার বিষ মদ কান্ডে অভিশপ্ত হোটেল পরিদর্শনে এলেন আই.জি সঞ্জয় সিং সহ জেলা পুলিশের উচ্চ আধিকারিকরা। ঘুরে দেখেন পরিস্থিতি। এই মুহুর্তে সূত্রে মারফত খবর, বিষ মদ খেয়ে আরো দুজনের জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে শেখ হালিম ও শেখ সুব্রতী মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ শেখ বাদশা, শেখ মাখন, শেখ আশিফ অবস্থার অবনতি হওয়ার জন্য বেসরকারি নার্সিংহোম থেকে বর্ধমান মেডিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পাশাপাশি বর্ধমান শহরের বড়-বাজারের সোনাপট্টী এলাকায় মদ বিক্রির অভিযোগ ওঠে।এই এলাকায় বাবুর হোটেলের মধ্যে চলছিল রমরমিয়ে মদের ব্যবসা।স্থানীয় দোকানদারদের অভিযোগ,হোটেলের মধ্যে মদের ব্যবসা বন্ধ নিয়ে বারংবার প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোন কাজ হয়নি।জানা গেছে,দোকানের মালিক চিন্ময় দে,গৌতম দে এবং তাদের বন্ধু রাজীব মুখার্জী দোকানে থাকা মদ খেয়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয় দোকানদারদের অভিযোগ।কিন্তু মদ খেয়েই তাদের মৃত্যু হয়েছে তা অস্বীকার করছে পরিবারের সদস্যরা।অসুস্থদের দেখতে বর্ধমান মেডিকেল হাসপাতালে আসেন আফগারি দপ্তরের উচ্চ আধিকারিকরা।সেই সঙ্গে তদন্ত করে দেখছেন কিভাবে মদে বিষক্রিয়ার মতো ঘটনা ঘটলো। কিন্তু এই বিষয়ে আফগারি আধিকারিকদের প্রতিক্রিয়া মেলেনি।