বর্ধমান আদালতের স্টাফদের দেওয়া হল করোনা ভ্যাকসিন।
দেশের সাথে জেলাতেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ।ইতিমধ্যেই করোনা বিধিনিষেধ ১৫ ই জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে রাজ্যে।করোনা সংক্রমণ রুখতে ইতি মধ্যে দেশের বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে করোনা ভ্যাকসিন।পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সাংস্কৃতিক লোক মঞ্চে বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ।শহরের হকার,পরিবহণকর্মী সহ অনেকেই নিয়েছেন করোনা ভ্যাকসিন।শুক্রবার সকাল থেকে শুরু হলো বর্ধমান আদালত চত্বরে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ।বর্ধমান বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ধমান আদালত চত্বরে দেওয়া হলো ভ্যাকসিন।আদালতের জর্জ, আইনজীবী,মোহরি, ও কোর্টের স্টাফদের দেওয়া হল করোনা ভ্যাকসিন।এদিন প্রায় ৯০০ জনকে করোনা ভ্যাকসিনেশন করা হয়।করোনা ভ্যাকসিন পেয়ে খুশী আদালত কর্মী ও আইনজীবীরা।