বর্ষবরনে জমজমাট জয়পুর।

বর্ষবরনে জমজমাট জয়পুর।

ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্যের তালে জমজমাট বর্ষবরন বাঁকুড়ার জয়পুরে। জয়পুর যেখানে ইতিহাস এবং প্রকৃতির মেলবন্ধন সেই প্রেক্ষাপটে দাড়িয়ে আদিবাসী গানের সাথে ধামসা মাদলের পাগল করা তাল ও ছন্দে নতুন কে স্বাগত এবং পুরানো কে বিদায় জানানোর উৎসব। ডিজে বা ডিস্কো নয় কলকাতা থেকে দুরে একেবারেই বাঁকুড়ার প্রকৃতির কোলে গ্রামীন পরিবেশে আদিবাসী নৃত্যের তালে তালে বর্ষবরনে মেতে উঠলেন ঘুরতে আসা মানুষ জন। লাল মাটির দেশে এসে ধামসা মাদলের পাগল করা তালে আদিবাসী সুর মুর্ছনায় নতুন কে বরন করতে পা মেলালেন পর্যটকরাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 18 =