বর্ষার আগে হাওড়া পৌরসভা এলাকায় প্লাস্টিক মুক্ত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করল হাওড়া পুরসভা।

বর্ষার আগে হাওড়া পৌরসভা এলাকায় প্লাস্টিক মুক্ত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করল হাওড়া পুরসভা।

আজ থেকে হাওড়ার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে টোটো করে চলবে সচেতনা তার প্রচার। গতবছর হাওড়া যেভাবে জমা জলে দুর্ভোগ হয়েছিল হাওড়াবাসীর। সেই কথা মাথায় রেখেই বর্ষার আগেই এলাকাকে প্লাস্টিক ও থার্মোকল মুক্ত করতে সচেতনতা ও জরমিনা অভিযানে নামলো হাওড়া পুরসভা। বড় বড় নর্দমা ও নালাতে প্লাস্টিকের আবর্জনা যে ভাবে জমে ছিল তা পরিষ্কার করতে নাজেহাল পুরসভার সাফাইকর্মীরা, তাই এবছর বর্ষার আগে প্লাস্টিক ও থার্মোকল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করলো পুরসভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + seven =