বসিরহাটে নকল মাস্ক তৈরীর কারখানার হদিশ,গ্রেপ্তার ব্যবসায়ী।
বসিরহাট মহকুমার হাড়োয়া থানা পায়রাডাঙ্গা গ্রামের ঘটনা।নামী কোম্পানির লোগো ব্যবহার করে নকল মাস্ক তৈরি করে বাজারে বিক্রি করার অভিযোগে ইসমাইল সরদার নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল হাড়োয়া থানার পুলিশ।পুলিশের কাছে অভিযোগ আসার সাথে সাথেই বুধবার ভোরে কারখানায় একদল পুলিশ গিয়ে হাজির হয়। হাতেনাতে গ্রেপ্তার করেন ব্যবসায়ীকে।দীর্ঘদিন ধরে পুলিশের কাছে অভিযোগ আসছিল ওই ব্যবসায়ী বাজারে বিভিন্ন নামী ও দামি কোম্পানির লোগো ব্যবহার করে মাস্ক তৈরি করে যাচ্ছিল।এমন কি চড়া দামেও বিক্রি করছিলেন বাজারে। সূত্রের খবর এই নকল মাস্কগুলি বিক্রি করা হতো উত্তর ২৪ পরগনা জেলা থেকে শুরু করে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়।সব মিলিয়ে এর সঙ্গে আর কোনো বড় চক্রের সংযোগ আছে কিনা এমনকি আর কোন্ কোন্ ব্যবসার সঙ্গে যুক্ত ওই ব্যবসায়ী সেটাও তদন্ত করছে পুলিশ।ধৃত ইসমাইলকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।ব্যবসায়ীকে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে আদালতের কাছে পুলিশ।