বসিরহাটে ফের বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন।
বসিরহাট মহকুমার স্বরূপনগর বিধানসভা সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের যোগদান মেলা। শনিবার রাত্রিবেলা তৃণমূলের কর্মী সভায় বিজেপি নেতা, কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি শংকর আঢ্য, অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী, অঞ্চল সভাপতি গোবিন্দ মন্ডল, আবুল কালাম আজাদসহ তৃণমূল নেতৃত্ব। স্বরূপনগরের বিজেপি নেতার শংকর বিশ্বাস, সন্তোষ মল্লিক সহ ৩০০ জন নেতাকর্মী সমর্থক এদিন তৃণমূলের কর্মী সভায় যোগদান করেন। দল ত্যাগী বিজেপির নেতারা বলেন, বিজেপি কোন সংগঠন নেই, ভালো লাগলো না। তারপর ধর্মীয় বিভাজন ও রাজনীতি করে যা বাংলা সংস্কৃতির সঙ্গে মেলে না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আদর্শ অনুপ্রাণিত হয়ে তাদের তৃণমূলে যোগদান।