বসিরহাটে বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন, পঞ্চায়েত সদস্য সহ ২০০ জনের তৃণমূলে যোগ।

বসিরহাটে বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন, পঞ্চায়েত সদস্য সহ ২০০ জনের তৃণমূলে যোগ।

বিজেপিতে ভাঙন অব‍্যাহত।বসিরহাট মহকুমা স্বরূপনগর ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের ঘোলা শ্রীরামপুরের প্রায় ৫০টি পরিবার থেকে ২০০ জন নেতা ও কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন।এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন উত্তর ২৪ পরগনার জেলা সভাধিপতি তথা স্বরূপনগরের বিধায়ক বিনা মন্ডল, তৃণমূলের ব্লক সভাপতি রমেন সরদার স্থানীয় নেতৃত্ব।বিজেপি থেকে আসা পঞ্চায়েত সদস্য ও নেত্রী মৌমিতা মন্ডল জানান, “আমরা এলাকায় উন্নয়ন করতে পারছিনা।তাই তৃণমূল দলে যোগদান করলাম।” যেভাবে ২০২১ এর বিধানসভা নির্বাচনে মানুষের বিপুল জনসমর্থন নিয়ে তৃণমূল সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন।পাশাপাশি করোনা মহামারী ও ইয়াসের বিপর্যয় মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন।এমনকি দুয়ারে রেশনিং ব্যবস্থা, স্বাস্থ্যসাথী সহ কৃষক বন্ধু প্রকল্পের মধ্য দিয়ে যেভাবে কৃষক সমাজের পাশে দাঁড়িয়েছেন মুখ‍্যমন্ত্রী সেই কাজে উদ্বুদ্ধ হয়ে তারা তৃনমূলে যোগদান করলেন বলেই জানিয়েছেন।একইসঙ্গে তিনি আরো জানান,বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর রাজ্য জেলার নেতারা তাদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ রাখছেন না। বেশিরভাগ সময় তাদের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে না।বিজেপির এহেন ব‍্যবহারে মর্মাহত হয়েই তাদের এই যোগদান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 2 =