বসিরহাটে মাদকের টাকা না পেয়ে মাকে খুন , গ্রেফতার ছেলে।
বসিরহাট মহকুমার ন্যাজাট থানা অন্তর্গত ঘোষপুর গজালিয়া গ্রামের ঘটনা।বছর ২৮ এর ঈশ্বর বর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।এই নিয়ে বৃদ্ধা মা শিবানী বরের সঙ্গে প্রায়শই ঝামেলা হতো। শিবানী দেবীর এক বছর আগে স্বামী মারা গিয়েছেন। একমাত্র রোজগার বলতে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা দিয়ে তার সংসার চলত। ছেলে কোন রকমভাবে দিনমজুরের কাজ করতেন। কিন্তু আদিবাসী অধ্যুষিত অঞ্চল হাওয়াই শান্ত পরিবেশ। ছেলে দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত হয়ে মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ এমন কি মারধর করতো বলে অভিযোগ ।ছেলে ও মায়ের মধ্যে ঝামেলা চরম আকার ধারণ করলে কয়েকবার সালিশি সভায় বসলেও কোন সমাধানসূত্র মেলেনি।মায়ের সরকারি প্রকল্পের টাকা সেই টাকাও ছেলে নেশার জন্য চাইলে মা দিতে রাজি হয় না। বৃদ্ধা শিবানী বর গত মঙ্গলবার সকাল বেলা দুদিন আগে বাড়ি থেকে চলে যায়।তারপর থেকেই নিখোঁজ ছিলেন শিবানী দেবী। এরপর নেজাটের জেটিঘাট থেকে শিবানী বরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।পুলিশ তদন্তে নেমে জানতে পারে ছেলে ঈশ্বর পরিকল্পনা করে মাকে খুন করে জেটিঘাটে রেখে দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ছেলেকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার ভোররাতে বাড়ি থেকে। পুলিশের জেরায় মাকে খুনের কথা স্বীকার করেছেন ঈশ্বর। ধৃত ঈশ্বর বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।অন্য কোনো কারণ আছে কিনা সেটাও তদন্ত করছে পুলিশ।শিবানী দেবীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
