বসিরহাটে মেছোভেড়ি থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ।
বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ঝুপখালি গ্রামের ঘটনা।সুন্দরবনের মৎস্য চাষিরা মাছের ভেড়িতে বেশ কয়েকটি বিরল প্রজাতির কচ্ছপ দেখতে পায়।এরপরেই খবর দেওয়া হয় বনদপ্তরে।খবর পেয়ে রামপুরা রেঞ্জ ও মিনাখাঁ বনদপ্তরের কর্মীদের পক্ষ থেকে বিরল প্রজাতির কচ্ছপ দুটিকে সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিডিও অফিস সংলগ্ন পুকুরে সংরক্ষণ করে রাখা হয়েছে।শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে কচ্ছপগুলিকে। বনদপ্তরের প্রাথমিক অনুমান খাবারের সন্ধানে জঙ্গল নদী পেরিয়ে লোকালয়ে ঢুকেছিল এই কচ্ছপগুলি।