বস্তিতে এবং পথ শিশুদের হাতে তুলে দেওয়া হল ঘুড়ি
বিশ্ব কর্মা পুজোতে ঘুরি ওড়ানোর প্রচলন রয়েছে বাংলার সর্বত্রই । কারিগরি দেবতার পুজোর দিনে সকাল থেকেই আকাশেই উড়ছে রঙ বাহারি ঘুড়ি , কিন্তু বস্তিতে থাকা এবং পথ শিশুদের সেই ঘুড়ি ওড়ানো আনন্দে যাতে ভাটা না পড়ে সেই জন্য সমাজ সংস্কৃতি ফাউন্ডেশন এবং তাঁরাপীঠ তপোবনের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজোর সকালে শ্যামনগর রত্নেশ্বর শ্মশানের পাশের বস্তিতে এবং পথ শিশুদের মধ্যে ঘুরি ও লজেন্স বিতরণ করা হল।