বহরমপুরের গঙ্গায় কুমির।
বুধবার বহরমপুরের নিয়াল্লিশ পাড়া ঘাট ,খাগড়া শ্মশান ঘাট এবং জগন্নাথ ঘাট এলাকার মধ্য গঙ্গায় কুমির দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। হঠাৎ করে কুমির কিভাবে গঙ্গায় এলো তাই নিয়ে চিন্তায় পড়েছেন শহরের মানুষ ।বিশেষ করে সামনে ছট পুজো এবং কালী পূজার বিসর্জন রয়েছে। ফলে গঙ্গায় নামতে ভয় পাচ্ছেন অনেকেই বলে দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অবিলম্বে কুমির উদ্ধার করুক বনদপ্তর বলে দাবি করেন অধীর চৌধুরী।