বহরমপুরের সৈদাবাদে ইন্দিরা গান্ধীর মূর্তি ভেঙে দেওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

এই বিক্ষোভ শুরু করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।বহরমপুরের সৈদাবাদে ইন্দিরা গান্ধীর মূর্তি ভেঙে দেওয়ার পর বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ শুরু করে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ গত ৩দিন আগে রাত্রের অন্ধকারে ইন্দিরা গান্ধীর মূর্তি ভাঙ্গা হয়েছে। বিষয়টি গোপন রাখতে একটি কার্টুন দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল মূর্তিটি। বিষয়টি জানতে পেরে তাঁরা প্রতিবাদ জানাচ্ছেন। বহরমপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে ইন্দিরা গান্ধীর মূর্তি ভাঙার ঘটনায় তীব্র ধিক্কার জানাতে মুখে কালো কাপড় দিয়ে প্রতিবাদ শুরু করেন অধীর চৌধুরী। তিনি বলেন ইন্দিরা গান্ধী মূর্তি ভাঙ্গার ঘটনা মেনে নেওয়া যায় না । উদাহরণ স্বরূপ অধীর চৌধুরী বলেন, যেমন আফগানিস্তানে বুদ্ধমূর্তিকে ধ্বংস করা হয়েছে একই কায়দায় বহরমপুরে ইন্দিরা গান্ধীর মূর্তি ধ্বংস করা হচ্ছে।পুলিশকে সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। অন্যদিকে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, বহরমপুর পুরসভা নিজের উদ্যোগে শহরের প্রায় সাড়ে তিনশো টি মূর্তি সংস্কার করেছে। সৈদাবাদের ওই ওয়ার্ড তৃণমূল পরাজিত হয়েছে ঠিকই। কিন্তু কোন অসৎ উদ্দেশ্য তৃণমূলের নেই। ফলে সিসিটিভি ফুটেজ দেখে কে বা কারা ঐ ঘটনা ঘটিয়েছে তার তদন্ত করার জন্য পুলিশকে জানাচ্ছে বহরমপুর পৌরসভা বলে যারা নাড়ুগোপাল মুখোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + four =