বহরমপুরে গুলি করে ,ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন তরুণীকে।
সোমবার ভর সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার বহরমপুরে কাত্যায়নীর গলির কাছে প্রকাশ্যে তরুণীকে গুলি।মৃত্যু নিশ্চিত করতে গুলি করার পর ধারালো অস্ত্রের কোপ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। পুলিশ জানিয়েছে, তরুণীর নাম সুতপা চৌধুরী, বয়স ২০ বছর। বাড়ি মালদা জেলার অন্তর্গত ইংরেজবাজারে। বহরমপুর গালর্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী।বহরমপুর সূর্যসেন গোরাবাজারে একটি মেসে থাকত ওই তরুণী। সোমবার সন্ধ্যায় ঐ ছাত্রী বেড়িয়েছিল।সোমবার ভর সন্ধ্যায় বহরমপুরের কাত্যায়নী গলির সামনে এক যুবক এসে প্রকাশ্য প্রথমে গুলি করে, তারপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্রের আঘাত করে।
বহরমপুর শহরের প্রাণ কেন্দ্র এই কাত্যায়নী গলি।সামনেই সুইমিং ক্লাব। ফলে সন্ধ্যায় বহু মানুষ এখানে একত্রিতভাবে থাকেন। চোখের সামনে এই ঘটনা দেখেই আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ।ঘটনার জেরে সোমবার সন্ধ্যায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।চোখের সামনেই ঘটনা দেখে ছুটে আসে এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দারা ছুটে এলে বন্দুক দেখাতে দেখাতে ছুটে পালিয়ে যায় অভিযুক্ত যুবক।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ।পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, প্রেমঘটিত কারণেই এই ছাত্রীকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে।সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবরী রাজ কুমার। তিনি ঘটনাস্থলে সমস্ত কিছু তদন্ত করে খতিয়ে দেখেন।
তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বহরমপুর তরুণী খুনের ঘটনায় সুশান্ত চৌধুরী নামে অভিযুক্তকে সামশেরগঞ্জ থেকে গ্রেফতার করল পুলিশ। ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।