বহরমপুরে চাকরি দেবার নাম করে কোটি টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠলএক ব্যক্তি সহ তাঁর দুই জামাই এর বিরুদ্ধে।

চাকরি দেবার নাম করে কোটি টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তি সহ তাঁর দুই জামাই এর বিরুদ্ধে। এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার আগে নিজের বাড়ি এক পুলিশ কর্মীকে বিক্রি করে দেওয়াই ওই পুলিশকর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুরের জমিদারি এলাকায়। ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এলাকাবাসীদের অভিযোগ জমিদারির এলাকার রফিক শেখ সহ তার ২ জামাই কারো কাছে চাকরি দেওয়ার নাম করে , কারো কাছে বাড়ি বানিয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন রফিক শেখ। মোট ১ কোটি ১৪ লক্ষ টাকা নিয়ে রাত্রের অন্ধকারে রফিক শেখ সহ তার জামাই ও পরিবারের লোকজন হঠাৎ করেই চম্পট দেন। দিন দশেক আগে রফিক শেখ চম্পট দেওয়ার পর তার বাড়ি তালা বন্ধ অবস্থায় পড়ে থাকে ।মঙ্গলবার ওই বাড়ির দখল নিতে আসেন এক পুলিশ কর্মী ।আবুল কালাম আজাদ নামে ওই পুলিশ কর্মী আসতেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকাবাসীদের দাবি বকেয়া টাকা না পাওয়া পর্যন্ত ওই বাড়ি দখল নিতে দেবেন না তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 1 =