বহরমপুরে নাগরিকত্ব আইন নিয়ে সরব হলেন অধীর চৌধুরী।
রবিবার বহরমপুরে অধীর চৌধুরী বলেন, রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি। নাগরিকত্ব আইন নিয়ে বিভাজন করতে চাইছে এ রাজ্যে। এতদিন বিভিন্ন আইন পাস করা হলেও নাগরিকত্ব আইনের নিয়ম চালু করতে পারছেনা কেন বিজেপি? অন্যদিকে অধীর চৌধুরী বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে ডক তুলে দিয়েছে বিজেপি। একসময় নেতাজিকে চরম অপমান করার পর এখন ভোটের সময় নেতাজির নাম মনে পড়ছে বিজেপির। করোনা ভ্যাকসিন নিয়ে অধীর চৌধুরীর দাবি, ভারতবর্ষের সমস্ত নাগরিকের বিনামূল্যে টিকাকরণ করতে হবে। অন্যদিকে অধীর চৌধুরী কৃষক আইন প্রত্যাহার করার দাবি তোলেন। তিনি বলেন, কৃষকদের সঙ্গে দেখা করে নরেন্দ্র মোদির উচিত কৃষক আইন প্রত্যাহার করা।