বহরমপুরে জেলা মুখ্য সাস্থ্য আধিকারিককে মারধরের ঘটনায় ৩৩২,৩৫৩ জামিন অযোগ্য ধারায় অভিযুক্তদের বহরমপুর আদালতে তোলা হচ্ছে। শুক্রবার বহরমপুর থানার পুলিশ ১৪ জন অভিযুক্তকে মেডিক্যাল পরীক্ষা করিয়ে বহরমপুর আদালতে নিয়ে যায়। উলেখ্য, গতকাল দুপুরে এক রোগীকে নিয়ে এসে বহরমপুরের অফিস ঘেরাও করা হয়। বহরমপুরের এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে দপ্তরে হাজির হন হরিদুয়ারপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ সহ মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস। অভিযোগ তাঁদের সামনেই সিএমওএইচ ডাঃ সন্দীপ স্যান্যালকে মারধর করা হয়। ওই ঘটনায় পুলিশ মোট ১৪ জনকে আটক করে। বৃহস্পতিবার রাত্রে জেলা স্বাস্থ্য দপ্তরের অভিযোগের ভিত্তিতে ওই ১৪ জনকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ। আজ তাঁদের বহরমপুর আদালতে তোলা হচ্ছে।