বাঁকুড়ায় পুকুরের জলে বিষক্রিয়ায় জেরে মৃত্যু হলো হাজার হাজার মাছের
পুকুরের জলে বিষক্রিয়ার জেরে মারা গেল শালতোড়া থানার পাবয়া গ্রামের মিঝান পুকুরে থাকা প্রায় সমস্ত মাছ। হাজার হাজার টাকার ক্ষতির মুখে পড়ল এক মাছ চাষি। তবে এলাকার মানুষদের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে এক অজানা শত্রুতার জেরেই এই কাজ বলে রহস্যের দানা বেঁধেছে।
উল্লেখ্য বৃহস্পতিবার কাকভোরে পুকুর মালিক তার বাড়ির পাশে লিজ নেওয়া পুকুর দেখতে গেলে চোখে পড়ে গোটা পুকুরের জলে মাছ মরে ভাসছে। খবর কানাকানি হতেই পুকুর পাড়ে উপর এলাকার স্থানীয় মানুষরা। পরে পুকুরের জাল টানা হলে পুকুরের জল থেকে একটি কীটনাশক বিষের বোতল উঠে আসে। এবং সাথে সাথে উপস্থিত মানুষরা তা দেখেই অনুমান করেন বিষক্রিয়ার জেরেই এই ঘটনা ঘটেছে বলে।
এর পাশাপাশি পুকুর মালিক দীনেশ ধীবর জানান, একদিকে পুকুরে থাকা প্রায় সব মাছ মরে যাচ্ছে অন্যদিক পুকুরের জলে স্থানীয়রা স্নান সহ গরু ছাগল জল খায় এমনকি এলাকার মানুষ রান্নার কাজে ব্যবহার করে। ফলে এলাকার মানুষ সহ নানান পশুদের কোনো ক্ষতি না হয়ে যায় ।এই ভেবেই খুব চিন্তায় আছেন বলে জানান।
