সিনেমাকেও হার মানায় এমন ঘটনা।এমনি ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়ার বড়জোড়া থানার শালগাড়া গ্রামের মানুষ। নিজের স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দিলেন স্বামী।
স্থানীয় সূত্রের খবর, ২০১৭ সালে শালগাড়া গ্রামের রাখী বাগদীর সঙ্গে বর্ধমানের আউসগ্রামের অভিরামপুরের প্রদীপ বাগদীর বিয়ে হয়।তাঁদের একটি কন্যাসন্তানও আছে। এরপরই বাপের বাড়ি শালগাড়া গ্রামেরই সুরেশ বাউরীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে রাখী বাগদী।সেই খবর প্রদীপ বাগদী জানার পরে কোনো রকম ঝামেলার মধ্যে না গিয়ে নিজের দেওয়া সিঁদুর মুছিয়ে প্রেমিকের হাতেই নিজের স্ত্রীকে তুলে দিলেন তিনি।          জল দিয়ে নিজের পরানো সিঁদুরও মুছে গ্রামেরই এক মন্দিরে নিজের স্ত্রীর সাথে প্রেমিকের সাথে বিয়ে দিলেন। এই বিয়ের সাক্ষী থাকল গোটা গ্রাম।গোটা গ্রামে স্থানীয় বাসিন্দাদের মুখে ছড়িয়ে পরে সেই স্বামীর প্রশংসা। কিন্তু ‘প্রাক্তন’ জামাইয়ের পাশে দাঁড়িয়েছেন রাখী বাগদির মা মিনতি বাগদী। তিনি বলেন, জামাই খুব ভালো,তিনি আর নতুন জামাই চায়না। তবে এতো সবের পরেও এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান তিনি।                                                                                                                                     অপরদিকে প্রদীপ বাগদী মনে করেন, স্ত্রী যাঁকে ভাসবাসেন তাঁর কাছেই থাকা দরকার। এরপরই বৃহস্পতিবার নিজের স্ত্রীর সঙ্গে সেই প্রেমিকের বিয়ে দেন নিজে সাক্ষী থেকে। বিয়ের সব আয়োজনও তিনিই করেন । স্ত্রীর বিয়ে দিয়ে নিজ বাড়ি আউসগ্রামে ফিরে যান তিনি। তবে এই ঘটনা আপাতত হতবাক গ্রামের মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − one =