বাঁকুড়ায় বজ্রঘাতে মৃত এক শিশু সহ ২।
এবার বজ্রাঘাতের কবলে পড়ে এক শিশু সহ মোট দুজনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো। বুধবার দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটে রায়পুর থানার সোনাগাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। মৃত দুজনের নাম মারাং বুরু টুডু।বয়স সাত বছর এবং সুশান্ত সিংহ মহাপাত্র।বয়স ২৭ বছর।দুজনেরই বাড়ি সোনারগাড়া গ্রামে।
স্থানীয় সূত্র জানতে পারা যায় , সোনাগাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন। সেই সময় ওই দুজন জমির ধারে ছাতা মাথায় বসেছিলেন এবং তারা সেই চাষের কাজ দেখছিলেন।তখনই হঠাৎ তাদের ওপর বজ্রাঘাতে পড়লে মাটিতে লুটিয়ে পড়েন তারা।স্থানীয়দের নজরে এলে তড়িঘড়ি তারা রায়পুর হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
