বাঁকুড়া জেলা আদালতে ডিভোর্স ফাইল করলেন সৌমিত্র খাঁ
স্ত্রীর সাথে সম্পর্কের ইতি টেনে ডিভোর্স ফাইল করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সোমবার বাঁকুড়া আদালতে আইনজীবি কে সাথে নিয়ে বাঁকুড়া জেলা আদালতে ডিভোর্স ফাইল করলেন বিজেপি রাজ্য সহ সভাপতি তথা বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি নিজে মুখে এবং তার আইনজীবি একথা জানিয়েছেন। তবে কেন তিনি ডিভোর্স ফাইল করলেন সে প্রশ্ন এড়িয়ে যান সাংসদ। প্রসঙ্গত ২০১৯ লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে স্বামীর জন্য ভোট প্রচার করে স্বামীকে জিতিয়ে স্ত্রী সুজাতা মন্ডল খাঁ বিজেপির নেত্রী হয়ে উঠেছিলেন। সুত্রের খবর ভোটে জেতার বেশ কয়েকমাস পর থেকে স্ত্রীর সাথে সম্পর্কের চীড় ধরতে শুরু করে। ২০২০ ডিসেম্বরে বিজেপি ছেড়ে তৃনমূলের পতাকা ধরেন সৌমিত্র পত্নী সুজাতা মন্ডল খাঁ। স্ত্রীর তৃনমূলে যোগদান মন থেকে মেনে নিতে না পেরেই প্রকাশ্যে তা বুঝিয়ে দিয়েছিলেন সৌমিত্র খাঁ। এই ঘটনার পরে সৌমিত্র খাঁ সংবাদমাধ্যমের সামনে সুজাতার সাথে সম্পর্ক ছিন্ন করার কথাও জানান। পরে সুজাতা মন্ডল বিধানসভা নির্বাচনে তৃনমূলের প্রার্থী হলে সুজাতাকে আইনী নোটিশ পাঠান সৌমিত্র। এরপর সুজাতার সঙ্গে পাকাপাকি ভাবে সম্পর্ক ত্যাগ করার উদ্যেশ্যে বাঁকুড়া জেলা আদালতে হাজির হয়ে ডিভোর্স ফাইল করেন সাংসদ সৌমিত্র খাঁ। স্ত্রী অন্য দলে যোগ দেওয়াতেই কী সম্পর্ক ত্যাগ? সৌমিত্র খাঁ বলেন, রাজনীতির জন্যেই তো আজ সৌমিত্র খাঁ তৈরী হয়েছে। কেন পাকাপাকি সম্পর্ক ত্যাগ? বিষয়টি ব্যাক্তিগত বলে এড়িয়ে গেলেন সাংসদ।
