বাঁশ দিয়ে একের পর এক আঘাত করে বৃদ্ধার মাথা ফাটিয়ে দিলেন তৃণমূল নেতা।
ময়নাগুড়ির টিভি হাসপাতালপাড়ার ঘটনা। এমন দৃশ্য দেখে হতবাক সবাই।অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দিলেন জেলা সভাপতি। দির্ঘ ৪০ বছর ধরে ময়নাগুড়ি টিভি হাসপাতাল পাড়া মোড়ে দোকান করে জীবিকা নির্বাহ করে চলছিলেন রেবা দত্ত।ময়নাগুড়ি হাসপাতালপাড়া থেকে রামশাই পর্যন্ত রাস্তা চওড়া হচ্ছে ফলে দোকান ভাঙা পরবে মহিলা।তিনি তার পেছনের জায়গায় দোকান ঘর করে জীবিকা নির্বাহ করার চেস্টা চালাচ্ছিলেন।আর তাতেই বাঁধ সাধছিলেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা এমতাজুল হক ও তার ভাইরা।গতকাল সন্ধ্যা বেলায় তিনভাই মিলে মহিলার ওপর চড়াও হয় এমতাজুল। বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ৭০ বছরের বৃদ্ধার।যারা রুখে দাড়ান তাদেরকেও পেটানো হয় তাদেরকেও রক্তাক্ত করা হয়।স্থানীয়রা সামাল দিয়ে আহতদেত ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে আসেন।জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ বলে এটা দল প্রশ্রয় দেয় না।অভিযুক্ত যেই হোক না কেন গ্রেফতার হবে।এদিকে অভিযুক্তের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।