“বাংলাকে গুজরাতই তৈরি করব,” বারাসাতে মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের।

গুজরাত বাংলার থেকে সব দিক থেকে এগিয়ে।বাংলাকে আমরা গুজরাতই করব।সোমবার সকালে বারাসাতে চায়ে পে চর্চা কর্মসূচিতে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।এদিন রাজ্যের আইন-শৃঙ্খলা, নারী নির্যাতন নিয়ে তৃণমূল সরকারকে একহাত নেন তিনি।এদিন সকালে বারাসাতে পরপর দুটো চায়ে পে চর্চা কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ।তাঁর আগে কাছারিমাঠে প্রাতঃভ্রমণ করেন।তাঁর সঙ্গে ছিলেন দলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায়।প্রাতঃভ্রমণের পরে কাছারি মাঠের কোণে চায়ে পে চর্চা কর্মসূচিতে অংশ নেন।তারপর কলোনি মোড়ে আরও একটি চায়ে পে চর্চা কর্মসূচিতে যোগ দেন।সেখানে তিনি রাজ্য সরকারকে তুলোধনা করেন।তিনি বলেন, ‘দিদিমণি প্রায়ই বলেন, বিজেপি রাজ্যকে গুজরাত বানাতে চায়।রাজ্যে কী উন্নয়ন হচ্ছে?আগে বাংলা থেকে আইএএস,আইপিএস, ডাক্তার,ইঞ্জিনিয়ার হত। এখন ক’জন আইএএস, আইপিএস হচ্ছে?বাংলা থেকে এখন পরিযায়ী শ্রমিক তৈরি হয়।তাঁরা গুজরাতে কাজ করতে যান।দিদিমণি বলেন, বিজেপি বাংলাকে গুজরাট করতে চাইছে।আমি বলছি,হ্যাঁ আমরা বাংলাকে গুজরাতই করতে চাই।একশোবার আমরা বাংলাকে গুজরাত তৈরি করব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 6 =