বাংলাদেশের সেনাকে দীপাবলীর শুভেচ্ছা,ফুল-মিষ্টি বিতরণ ভারতীয় সেনার।
দুই দেশের সীমান্ত মধ্য বাহিনী সৌহার্দ্য সম্প্রীতির বার্তা দিল একে অপরকে।বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ বিথারী সীমান্তে শুভ দীপাবলীর শুভেচ্ছা বিনিময় হলো দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্য।১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে দীপাবলীর শুভেচ্ছা,ফুল-মিষ্টি বিতরণ, একে অপরের আলিঙ্গনে সম্প্রীতি ও সৌহার্দ্য বার্তা দিলেন। সেই ছবি ধরা পড়ল শুক্রবার।এদিন সকাল বেলা বিএসএফের পক্ষ থেকে ফুল মিষ্টি গেল জিরো পয়েন্টে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে। একে অপরের সৌহার্দ্য বিনিময় আলিঙ্গনের মধ্য দিয়ে দুই দেশের সীমান্ত রক্ষার কাজে এক অন্য ছবি ধরা পড়ল সীমান্তে। পদ্মা পাড়ে এই ছবি দেখে রীতিমত খুশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। পাশাপাশি সাধারণ মানুষ যারা দেশের সুরক্ষার কাজে দিবারাত্র সীমান্ত পাহারা দিয়ে বেড়াচ্ছেন, তাদের মধ্যে এই সৌহার্দ্য সম্প্রীতি সীমন্ত সুরক্ষায়, এক নতুন বাড়তি উদ্দীপনা পাবে জওয়ানরা।
