বাংলাদেশে টোটো থেকে লক্ষাধিক টাকার রুপোর গয়নার পাচার রুখলো বিএসএফ।
বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্ত থেকে এক পাচারকারী সহ প্রচুর রুপোর গয়না উদ্ধার করলো সীমান্তরক্ষী বাহিনী। এদিন ভোররাতে তাবিবত মোল্লা নামক এক টোটো চালক টোটোতে করে অভিনব কায়দায় রুপো পাচার করার উদ্দেশ্যে বাংলাদেশের সীমান্তে যাওয়ার সময় বিএসএফের হাতে ধরা পড়ে।তল্লাশি চালাতেই বিএসএফের চক্ষু চড়কগাছ। টোটোর সিটের নিচে থেকে এবং রডের মধ্যে থেকে প্রায় চার কিলো রুপোর গয়না উদ্ধার করে বিএসএফ। যার বাজার মূল্য ১ লক্ষ ৮৩ হাজার ৪০০ টাকা।জিজ্ঞাসাবাদ করে জানা যায় বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই তাবিবত মোল্লা রূপোগুলি সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলেন। বিএসএফের ১১২ নং ব্যাটালিয়ানের কোম্পানি কমান্ডার সন্তোষ কুমার যাদবের নেতৃত্বে টহলের সময় সে ধরা পড়ে যায়।ধৃতের বাড়ি পার্শ্ববর্তী তারালী গ্রামে।তার কাছ থেকে আরো কিছু ভারতীয় মুদ্রা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বিএসএফ।রুপোর গয়না, নগদ অর্থ ও মোবাইল ফোন সীমান্ত রক্ষা বাহিনীর জওয়ানরা তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে এবং ধৃত পাচারকারীকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রবিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।