বাংলাদেশে পাচারের আগেই রুপার গহনা উদ্ধার গ্রেফতার এক।
বসিরহাটের ভারত-বাংলাদেশ স্বরূপনগর সীমান্তের বিথারী ১১২ নম্বর ব্যাটেলিয়ানে সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশে পাচার হওয়ার আগেই ৪,৩৩২ গ্রাম রুপার গহনা আটক করল বিএসএফ বিএসএফ যার বাজার মূল্য ২ লক্ষ্য ৪৭ হাজার ৫৭৩ টাকা।সূত্রে জানা যায় বিথারি সীমান্ত দিয়ে এক যুবক মোটরবাইকের ভিতর করে ওই রুপার গহনা গুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তে যায়।বিএসএফের সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে উদ্ধার রুপার গহনা, একটি মোবাইল, মোটরবাইক উদ্ধার করে পাশাপাশি ব্যক্তি কে আটক করে বিএসএফ। এরপর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে। উদ্ধার হওয়া রুপার গহনা,মোটরবাইক, মোবাইল তেতুলিয়া শুল্ক দফতর হাতে তুলে দেওয়া হয়েছে।এর সঙ্গে আন্তর্জাতিক কোনো পাচার চক্র জড়িত আছে কিনা সেটা তদন্ত করে দেখছে।