ফের অবৈধভাবে মহিষ পাচার। জানা গিয়েছে মালবাহী লরির ভেতর মহিষ রেখে জাতীয় সড়ক দিয়ে পাচার করতে গিয়ে নকশালবাড়ির সাতভাইয়া মোড়ে নাকা তল্লাশিতে মহিষ পাচার আটকালো পুলিশ। ঘটনায় উদ্ধার হয়েছে ৪০টি মহিষ, এবং গ্রেফতার হয়েছে ২জন পাচারকারী। নকশালবাড়ি পুলিশ সূত্রে খবর, লরিতে মহিষ পাচার হবে খবর পেয়ে সাতভাইয়া মোড়ে নাকা তল্লাশি চালানোর সময় লরি আটক করে মহিষ দেখতে পায় পুলিশ। অভিযোগ তুষের বস্তা আড়লে এই মহিষ পাচার করছিল ধৃতরা। ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে আলিপুরদুয়ার হয়ে বাংলাদেশে পাচারের ছক ছিল। ঘটনায় গ্রেফতার জাহিরুল ইসলাম ও মফিজুল শেখ, ধৃতরা অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তার তদন্তে পুলিশ।