বাংলাদেশে পাচারের আগে প্রচুর রুপোর গহনা সহ গ্রেফতার ১।

বসিরহাটের স্বরূপনগর থানার তারালি সীমান্তের ঘটনা।বছর ২৪ এর ওয়াসিম আক্রম সরদার সাইকেলে করে সীমান্তে আসতেই ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়।সেই সময় তাকে তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় সাইকেলের সিটের নিচে প্রচুর রুপার গহনা রয়েছে।যার ওজন ৭কেজি ১০০ গ্রাম,যার বাজার মূল্য ৪ লক্ষাধিক টাকা।তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ওই রুপোর গয়নাগুলো বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে শেষ সীমান্তে এসেছিল।তার বাড়ি স্বরূপনগর থানার হাকিমপুর। বিএসএফ তাকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।উদ্ধার হওয়ার পর রুপোর গহনাগুলি তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।বিএসএফের প্রাথমিক অনুমান এই রুপার গহনাগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল।এর সঙ্গে বড় কোনো আন্তর্জাতিক পাচার চক্র আছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ ও বিএসএফ।পাচারকারীকে স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =