বাংলাদেশে পাচারের মুহূর্তে প্রচুর রুপোর গহনাসহ গ্রেপ্তার একপাচারকারী

বসিহাট মহাকুমার স্বরূপনগর থানার কৈজুরী গ্রাম পঞ্চায়েতের গাবড্ডা সীমান্তের ঘটনা। বছর ৫৭ কেশব মন্ডল তিনটি কাগজের পার্সেল প্রায় ৭,৫০০ কেজি রুপোর গয়না, যার বাজার মূল্য সাড়ে তিন লক্ষ টাকা। এইগুলো বাংলাদেশে পাচার করছিল সেই সময় ১৫৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সন্দেহ হয়,কেশব মন্ডলকে জিজ্ঞাসাবাদ করতেই তার কাছ থেকে তিনটি কাগজের পার্সেল পাওয়া যায়। তার থেকে উদ্ধার হয় এই রুপোর গয়না গুলো।সেই সঙ্গে প্রায় ভারতীয় টাকা ১,৯০০টাকা একটি মোবাইল ফোন উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী। কেশবের বাড়ি পাশের গ্রামে মণ্ডলপাড়ায়। প্রাথমিক অনুমান এর গহনাগুলো বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল পাচারকারীর।এর সঙ্গে কোন আন্তর্জাতিক পাচারের যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ পাচারকারীকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া রুপোর গয়না গুলো তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।ধৃত পাচারকারীকে আজ রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − three =