বাংলাদেশে শশুর বাড়ি বেড়াতে গিয়ে বিপত্তি।দেগঙ্গার পদ্মপুকুরের ফাঁকা বাড়িতে লক্ষাধিক টাকার দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য।বারান্দার গ্ৰীল কেটে দরজার তালা,আলমারি,শোকেস ভেঙে ঘর লন্ডভন্ড করে লুটপাট দুষ্কৃতীদের।স্থানীয় সূত্রে খবর, সরকারি দপ্তরের কর্মী আব্দুল হাসান দশ দিন আগে স্বপরিবারে বাংলাদেশ গিয়েছেন শশুরবাড়ি বেড়াতে।রবিবার সকালে প্রতিবেশীরা দেখেন বারান্দার গ্ৰীল কাটা,ঘরের দরজা,আলমারি, শোকেশের তালা ভাঙা,দুটি ঘর লন্ডভন্ড।দেগঙ্গা থানায় অভিযোগ জানান আব্দুল হাসানের ভাই।অভিযোগ পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে পুলিশ।বাড়ির মালিক না আসা পর্যন্ত জানা যাবে না চুরি যাওয়া জিনিসপত্রের সঠিক পরিমাণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 4 =