বাংলাদেশে গিয়ে হামলার শিকার বেলঘরিয়ার যুবক। ঢাকায় কেনাকাটা করতে বেরিয়ে আক্রান্ত সায়ন ঘোষ। অভিযোগ ভারতীয় ও হিন্দু পরিচয় পেয়ে ছুরি নিয়ে হামলা, ছোড়া হয় ইট-পাথর।
জানা গিয়েছে ২৩ নভেম্বর ব্যক্তিগত কাজে ঢাকা যান সায়ন। ২৬ তারিখ ফেরার কথা ছিল। সায়ন জানিয়েছেন, ২৫ তারিখ বন্ধুর সঙ্গে কেনাকাটা করতে বেরিয়ে শুধুমাত্র ভারতীয় এবং হিন্দু পরিচয় পেয়ে কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। কেড়ে নেওয়া মোবাইল ফোন, মানিব্যাগ। ছুরি নিয়ে হামলা চালানোর পাশাপাশি ইট, পাথরও ছোড়া হয়। সহযোগিতা তো করেইনি, উল্টে অভিযোগ জানাতে গেলে হেনস্থা করেছে বাংলাদেশ পুলিশ। গতকাল দর্শনা হয়ে গেদে সীমান্ত দিয়ে কোনওমতে দেশে ফিরেছেন বেলঘরিয়ার যুবক। এখনও তাঁর চোখেমুখে আতঙ্ক। গেদে সীমান্ত দিয়ে কোনওমতে দেশে ফিরেছেন বেলঘরিয়ার সায়ন ঘোষ।