বাংলায় খোঁজ মিলল করোনার নতুন ভ্যারিয়ন্ট KP.2-এর । স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বাংলায় করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত ৩০ জন। যদিও এখনই উদ্বেগের কারণ নেই বলে জানাচ্ছেন চিকিৎসকরা। সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বাংলা থেকে গত চারমাসে বেশ কিছু নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। তারমধ্যে KP.2-এ আক্রান্ত ৩০ জন।
নতুন ভ্যারিয়ন্টের উপসর্গ বলতে, কাঁপুনি দিয়ে জ্বর, সঙ্গে সর্দি, কাশি গলা ব্যথা, নাক বন্ধ হওয়া, গায়ে ব্যথা, মাথার যন্ত্রণা, ক্লান্তি ভাব। তবে গুরুতর অসুস্থতার ঘটনা তেমন ঘটছে না।
মহারাষ্ট্র, কেরালা ও কর্নাটকের পর এবার বাংলায় খোঁজ মিলল করোনার নতুন উপ প্রজাতি KP.2-এর। সারা দেশে এখনও পর্যন্ত ২৭২ জন করোনার নতুন উপ প্রজাতি KP.2-এ আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর।এরমধ্যে রয়েছেন বাংলার ৩০ জন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই কেপি ডট টু-এ আক্রান্ত হয়েছেন বহু মানুষ। সব থেকে বেশি সংক্রমণ হয়েছে আমেরিকায়। গত মার্চ মাস থেকে দেশের মধ্যে প্রথম মহারাষ্ট্রে শুরু হয়েছে নতুন কোভিড সংক্রমণ।