‘বাংলার গর্ব মমতা’ এই পোস্টার থেকে ‘বাংলার লজ্জা মমতা’ নামক পোস্টারে পরিণত হয়েছে?
‘বাংলার গর্ব মমতা’ বিধানসভা নির্বাচনের আগে এমনই পোস্টারে মুখ ঢেকেছিল পশ্চিমবঙ্গের। এবার সেই পোষ্টারের পরিবর্তে ‘বাংলার লজ্জা মমতা’ নামক পোস্টার লাগলো বিজেপি। আজ বিধাননগর বিজেপির যুব মোর্চার তরফ থেকে রাতের অন্ধকারে এই ধরনের পোস্টার লাগানো হয় সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে। কিছুদিন আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই নিয়েই উত্তাল হয় রাজ্য রাজনীতি। এখনো সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার সেই অফিসের সামনের দোকান গুলিতেই মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার লাগালো বিজেপি। রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের স্বরূপ হিসাবে সল্টলেক জুড়ে এই ধরনের পোস্টার লাগানো হবে বলেই দাবি বিধাননগর বিজেপি যুব মোর্চার।