বাংলার ট্যাবলোয় অনুমোদন নিয়ে প্রধানমন্ত্রীকে আর্জি তথাগত রায়ের।

প্রজাতন্ত্র দিবসে এবার ট্যাবলো প্রদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।এই বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী।সেই উপলক্ষ‍্যেই এবার নেতাজিকেই ট্যাবলোর বিষয় করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।কিন্তু কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় এবার প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রায় অংশ নিতে পারবে না বাংলার ট্যাবলো।আর এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।ইতিমধ্যেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার দলের সিদ্ধান্তের উল্টো পথে হেঁটে বাংলার ট্যাবলোকে প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রায় জায়গা দেওয়ার আর্জি জানালেন বিজেপি নেতা তথাগত রায়।সোমবার টুইট করে প্রধানমন্ত্রীকে সেই আবেদন জানিয়েছেন তথাগত রায়। টুইট বার্তায় তথাগত লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আবেদন রইল, প্রজাতন্ত্র দিবসের উৎসবে অংশ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের ট্যাবলোকে অনুমতি দেওয়া হোক। এই ট্যাবলোতে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা উল্লেখ করা হয়েছে।নেতাজির সংগঠন আইএনএ (INA)ব্রিটিশদের বিশ্বাস ভেঙে গঠিত হয়েছিল। সেই কারণেই দ্রুত দেশ ছাড়তে বাধ্য করেছিল ব্রিটিশরা।’ কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝেই তথাগত রায়ের এই টুইট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × five =