বাংলার ট্যাবলো বাতিল করা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজনাথ সিংহ।

সম্প্রতি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলার ট‍্যাবলো বাতিল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বাংলার ট্যাবলো বাতিল করা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।কেন্দ্রের সিদ্ধান্তের উল্টো পথে হেঁটে প্রধানমন্ত্রীকে আর্জি জানান তথাগত রায় ও।এবার ট‍্যাবলো বাতিল করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি লিখেছেন, ‘প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ট্যাবলো নির্বাচনের কমিটিতে পারদর্শীরা রয়েছেন। সংস্কৃতি, সঙ্গীত এবং নৃত্য বিভাগের বিশিষ্টরা রয়েছেন কমিটিতে। আপনার ভাবনাকে সম্মান করি। ব্যক্তিগতভাবে আপনাকে জানাতে চাই, এবার ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১২টি ট্যাবলোকে অনুমোদন দেওয়া হয়েছে। আশা করি এই তথ্য পেয়ে আপনার আশঙ্কা দূর হবে।’ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোন ট্যাবলো থাকবে, তা ঠিক করে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা বাছাই কমিটি। বাংলার-ট্যাবলো বাতিল নিয়ে চাপানউতোরের মধ্যে এবার বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। চিঠিতে তিনি জানিয়েছেন, ‘নেতাজিকে সম্মান জানিয়ে প্রজাতন্ত্র দিবসের উৎসব আমরা ২৩ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত পালন করব। ‘কার্যত রাজনাথ সিং এর এই চিঠিতে উত্তেজনা রাজনৈতিক মহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − six =