বাংলার পাচঁ পরিযায়ী শ্রমিকের মৃত্যু দক্ষিণ কর্ণাটকে, ৫ জনের দেহ ফিরলো দেগঙ্গায়।
দক্ষিণ কর্নাটকের ম্যাঙ্গালোরে দক্ষিণ কান্নাড়া জেলার ভাজপে থানা এলাকায় শ্রী উল্কা লিমিটেড নামের এক মাছের কোম্পানিতে কাজে গেছিল দেগঙ্গা থেকে প্রায় ত্রিশ পয়ত্রিশ জনের একটি দল। গতকাল বিকালে সেই মাছের কোম্পানির একটি চেম্বার পরিষ্কার করতে নামে একজন শ্রমিক, তারপর একে একে ৭ জন শ্রমিক সেই চেম্বারে নামে। তারপর সেই চেম্বারের ভিতরে তৈরি হওয়া বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে অচৈতন্য হয়ে পড়ে। তারপর তাদের বার করে আনা হলে পাঁচজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং দুজন আশঙ্কাজনক অবস্থায় থাকার জন্য তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর আসা মাত্রই দেগঙ্গা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকা সূত্রে খবর, মাস দুয়েক আগে দেগঙ্গার বিভিন্ন এলাকা থেকে প্রায় ত্রিশ পয়ত্রিশ জন কাজে যায়।সেখানে থেকে আজকের মৃত্যুর ঘটনায় খবর আসতেই দেগঙ্গা অঞ্চল জুড়ে শোকের ছায়া নেমে আসে।এলাকায় পুরো ঘটনার খোঁজখবর নিয়ে দেখা গেছে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মদক্ষ এ কে এম ফরহাদকে।মৃত শ্রমিকদের বাড়ির লোকদের অভিযোগ, রাজ্যে সেরকমভাবে কোনও কর্মসংস্থানের ব্যবস্থা না থাকার ফলেই পেটের দায়ে রুজি-রুটির টানে ভিন রাজ্যে গেছিল রোজগার করার উদ্দেশ্যে।দেগঙ্গা এলাকা জুড়ে শোকের ছায়া।দক্ষিণ কর্নাটকের বেঙ্গালুরু থেকে ৫ শ্রমিকের দেহ ফিরল কলকাতা বিমানবন্দরে।কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার এবং জ্যোতিপ্রিয় মল্লিক।