বাইকের চাকার টিউব থেকে উদ্ধার রুপার গহনা, পাচার আটকালো সীমান্তরক্ষী।
উত্তর ২৪ পরগনার স্বরূপনগর হাকিমপুর সীমান্তের ঘটনা। এক পাচারকারীসহ ৭.৫২৫ কেজি রুপোর গয়না উদ্ধার করল বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়নের F কোম্পানির জওয়ানরা। বাংলাদেশে পাচারের আগেই সীমান্তে বিএসএফ জওয়ানরা আটক করে পাচারকারীদের।সোমবার রাতে স্বরূপনগর হাকিমপুর সীমান্তে বাংলাদেশে পাচার হওয়ার আগেই এক পাচারকারীসহ ৭.৫২৫ গ্রাম রুপোর গয়না উদ্ধার করল ১১২ বিএন বিএসএফের এফ কোম্পানির বিএসএফ জওয়ানরা৷উদ্ধারকৃত ওই রুপার গহনার মূল্য ৩.৬১.৮৭৭ টাকা বলে বিএসএফ সূত্রে জানা যায়।ওই পাচারকারীর নাম আব্দুল মালেক সরদার। তার বাড়ি সীমান্তের দহরকান্দা গ্রামে৷একটি মোটরবাইকের টিউবের মধ্যে করে ওই উদ্ধারকৃত রূপার গহনা নিয়ে যাওয়ার সময় তাকে তল্লাশি করে ওই বিপুল পরিমাণ রুপার গহনা উদ্ধার করে বিএসএফ।উদ্ধারকৃত রুপারগহনা,পাচারকারী ও তার ব্যবহৃত মোটরবাইকটি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেয় বিএসএফ।এই কাজের সাথে অন্য কারা জড়িত আছে বা আন্তর্জাতিক পাচার চক্রের সাথে তার কোন যোগাযোগ আছে কিনা তা তদন্ত শুরু করেছে সীমান্তে বিএসএফ জওয়ানরা ৷
উত্তর ২৪ পরগনার স্বরূপনগর হাকিমপুর সীমান্তের ঘটনা। এক পাচারকারীসহ ৭.৫২৫ কেজি রুপোর গয়না উদ্ধার করল বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়নের F কোম্পানির জওয়ানরা। বাংলাদেশে পাচারের আগেই সীমান্তে বিএসএফ জওয়ানরা আটক করে পাচারকারীদের।সোমবার রাতে স্বরূপনগর হাকিমপুর সীমান্তে বাংলাদেশে পাচার হওয়ার আগেই এক পাচারকারীসহ ৭.৫২৫ গ্রাম রুপোর গয়না উদ্ধার করল ১১২ বিএন বিএসএফের এফ কোম্পানির বিএসএফ জওয়ানরা৷উদ্ধারকৃত ওই রুপার গহনার মূল্য ৩.৬১.৮৭৭ টাকা বলে বিএসএফ সূত্রে জানা যায়।ওই পাচারকারীর নাম আব্দুল মালেক সরদার। তার বাড়ি সীমান্তের দহরকান্দা গ্রামে৷একটি মোটরবাইকের টিউবের মধ্যে করে ওই উদ্ধারকৃত রূপার গহনা নিয়ে যাওয়ার সময় তাকে তল্লাশি করে ওই বিপুল পরিমাণ রুপার গহনা উদ্ধার করে বিএসএফ।উদ্ধারকৃত রুপারগহনা,পাচারকারী ও তার ব্যবহৃত মোটরবাইকটি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেয় বিএসএফ।এই কাজের সাথে অন্য কারা জড়িত আছে বা আন্তর্জাতিক পাচার চক্রের সাথে তার কোন যোগাযোগ আছে কিনা তা তদন্ত শুরু করেছে সীমান্তে বিএসএফ জওয়ানরা ৷