বাইকে ধাক্কা মেরে ১০ লক্ষ টাকা লুট, অবশেষে পুলিশের জালে দুষ্কৃতীরা
চলতি মাসের ৭ তারিখ অভিনব কায়দায় মোটর বাইকে ধাক্কা মেরে এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লক্ষ টাকা লুট করেছিল দুস্কৃতির দল। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের হতেই ৭২ ঘণ্টার মধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করছিল মালদা থানার পুলিশ। এই ঘটনাটি ঘটেছিল গত ৭ মার্চ সন্ধ্যায় মালদা থানার নারায়ণপুর এলাকায়।উল্লেখ্য, জমির বায়না নিয়ে বাড়ি ফিরছিলেন মুদি ব্যবসায়ী দীপংকর রায়। সেই সময় ৩৪ নং জাতীয় সড়কে দুই দুষ্কৃতী ওই ব্যবসায়ীর মোটর বাইকে তাদের নিজেদের বাইক নিয়ে ধাক্কা মারে। এরপরই সেই টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপরে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নারায়ণপুর এলাকার ব্যবসায়ী দীপঙ্কর রায় এবং লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন পুলিশ। আর তদন্তে নেমে আসরাউল হক নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল পুরাতন মালদা থানার পুলিশ। তার বাড়ি থেকে ২ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ধৃতকে মালদা আদালতে পেশ করেছে তদন্তকারী পুলিশ কর্তারা। এই ঘটনায় জড়িত আর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম রাজু ঠাকুর, রকেশ মন্ডল, রাসিদুল সেক এদের বাড়ি একজনের মালদা থানা এলাকায়, আর দুজনের বাড়ি মালদার ১৬ মাইল এলাকায়। ধৃতদেরকে আজ মালদা জেলা আদালতে পাঠিয়েছে মালদা থানার পুলিশ।
