বাইসনের হামলায় গুরুতর জখম এক

বাইসনের হামলায় গুরুতর জখম এক

আবারও মানুষ ও বন্যপ্রাণী সংঘাত । বাঘ, হাতি, ভাল্লুকের পর এবার বাইসনের হামলায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি বনবিভাগের মরাঘাট রেঞ্জের সোনাখালি বিটের অন্তর্গত এলাকায় ।আহত ব্যাক্তির নাম ধদেয়া রায় (৪০)। জানা গেছে ধূপগুড়ি ব্লকের নিরঞ্জনপাট এলাকার বাসিন্দা ধদেয়া রায় এদিন সকাল থেকে চা বাগানে কাজ করছিলেন । সেসময় তিনি আচমকা বাইসনের মুখোমুখি হয়ে পড়েন । বাইসনের সিংয়ের গুতোয় গুরুতর আহত হন তিনি। কোমরে বিশাল ক্ষতের সৃষ্টি হয়েছে। এরপর তাঁকে গুরুতর আহত অবস্থায় ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোট গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উল্লেখ্য সেই বনাঞ্চল লাগোয়া এলাকায় প্রায়শই জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে বন্যপ্রাণী। মূলত খাবারের খোঁজেই লোকালয়ে চলে আসে। এরফলে অনেক সময় মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত হয়। দিনে দুপুরে এইভাবে বাইসনের হামলা হাওয়ায় ওই এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − eleven =