বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে আবার ফাটল। বন্ধ বিমান পরিষেবা।
উত্তর-পূর্ব ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর। রানওয়েতে মেরামতের কারণে আগামী এপ্রিল মাসের ১১ থেকে ২৫ তারিখ পর্যন্ত সমস্ত উড়ান পরিষেবা বাতিল করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছিল। তার আগে চলতি মাসের ১৫ তারিখে রানওয়েতে ফাটলের জন্য বন্ধ হয়ে গিয়েছিল বিমান পরিসেবা। গতকাল রাত থেকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হওয়ায় আজ সকালে আবার বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল ধরা পরে। পুনরায় বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা। সকাল থেকে মেরামত ও সংস্কারের কাজ শুরু হয়েছে। আজ সকালে দুটি বিমান বাগডোগরা বিমানবন্দরে নামতে পারেনি। বিমান দুটোকে ফিরিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব রানওয়ের ত্রুটি মিটিয়ে রানওয়েকে স্বাভাবিক করা হবে।