বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের মাগুরকোনা গ্রামে ৫ বাড়ি ১ দোকানে চুরি , তদন্তে বাগদা থানার পুলিশ ।
উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানা এলাকার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের মাগুরকোনা গ্রামে বুধবার রাতে ৫ টি বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে । বৃহস্পতিবার সকালে খবর পেয়ে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ । স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সকালে যে সমস্ত বাড়িতে চুরি হয়েছে তার পার্শ্ববর্তী বাসিন্দারা বাড়ির তালা ভাঙা অবস্থায় দেখে স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়িতে খবর দেয় । মহাদেব রায়,অনুপ শিকদার, তাপস বৈদ্য,কার্তিক মণ্ডল, পরেশ ঢালীর বাড়ি ও লিটু মন্ডল এর দোকান চুরি শোকেস ভাঙ্গা হয়েছে একাধিক বাড়িতে ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ঘরের জিনিসপত্র । পাঁচটি বাড়িতে চুরি হয়েছে সেই বাড়ি গুলিতে গতকাল রাতে কোন বাসিন্দা ছিল না জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা । এলইডি টিভি , হোম থিয়েটার , নগদ টাকা ও আপেলের পেটি নিয়ে পালিয়েছে চোরের দল । বৃহস্পতিবার সকালে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরি যাওয়া বাড়ি পরিদর্শন করে । চোরেদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।
