বাগমোড়ের ঐতিহ্যবাহী যুবক সংঘ ক্লাবে স্বাধীনতা দিবসের দিনে উঠল না জাতীয় পতাকা।
হালিশহরের অন্তর্গত বাগমোড় এলাকা।আর এই বাগমোড় বাজারের অন্তর্গত মল্লিক বাগ কলোনি এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী যুবক সংঘ ক্লাব।প্রায় ১৯৬৪ সালে স্থাপিত হয়েছিল এই যুবক সংঘ ক্লাবটি। যেকোনো সামাজিক অনুষ্ঠান,সংস্কৃতিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ক্লাব। তবে এই ক্লাবেই স্বাধীনতা দিবসের দিনে ঘটে যাওয়া একটি ঘটনা কার্যত সাড়া ফেলে দিয়েছে গোটা অঞ্চল জুড়ে। এ বছর ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। ৭৬ তম স্বাধীনতা দিবসে এই ক্লাবে উঠল না জাতীয় পতাকা। পালন করা হলো না স্বাধীনতা দিবসের ৭৫ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত নিন্দার ঝড় গোটা বাগমোড় জুড়ে।এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত ক্লাবের সদস্যদের মধ্যেই বাক-বিতণ্ডা শুরু হয়েছে। কার্যত স্থানীয় বাসিন্দাদের সমালোচনার মুখে পড়তে হয়েছে ঐতিহ্যবাহী যুবক সংঘ ক্লাবকে। তবে কি কারণে এই নিন্দনীয় ঘটনা সেই ব্যাপারে প্রতিক্রিয়া মেলেনি ক্লাব সদস্যদের।