বাঘাযতীনের পর এবার পানিহাটিতে ভাঙল নির্মীয়মাণ বহুতলের একাংশ। পানিহাটি পুরসভার 8 নং ওয়ার্ড মহাজাতি নগরে নির্মাণের সময় বহুতলে বিপত্তি ঘটে। অল্পের জন্য রক্ষা পেলেন পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দা থানার পুলিশ। পাশাপাশি আসেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান। কার্যত বহুতল ভেঙে পড়ায় আতঙ্কিত এলাকাবাসী।