বাঘের আক্রমণে নিহত মৎস্যজীবী চক্ষু দান করে ইতিহাস গড়লেন।

সম্ভবত ভারতবর্ষে প্রথম। বাঘের আক্রমণে মানুষের চক্ষু দানের ঘটনা ঘটলো এবারে রাজ্যে। যা ইতিহাস তৈরি করল মৎস্যজীবীদের মধ্যে। আর তা করে দেখালেন বাঘের আক্রমণে নিহত শংকর সরদারের পরিবার। নিহত ওই মৎস্যজীবীর বাড়ি সুন্দরবনের কুলতলী ব্লকের দেউলবাড়ীর কাঁটামারী এলাকায়। সোমবার সুন্দরবনের চিতুরি জঙ্গলে কাঁকড়া সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হন ওই মৎস্যজীবী। প্রথমে কুলতলী হাসপাতাল তারপর সেখান থেকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ট্রমা কেয়ারে রেখে চলে চিকিৎসা। কিন্তু ডাক্তারদের শত চেষ্টা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি শঙ্করকে। অবশেষে মঙ্গলবার দুপুর নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই মৎস্যজীবী। এরপর পরিবারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাঁরা শঙ্করের চোখ দুটি দান করবেন। চক্ষু দানের পর দেহটি ময়নাতদন্ত করা হয় এবং পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − six =