বাঘের আতঙ্ক থেকে রেহাই মিলছে না কুলতলীর গ্রামবাসীদের।
ডোঙ্গাজোড়া গ্রামের পাশেই শেখপাড়া পাশের জঙ্গলে বাঘ এসেছে এমনটাই মনে করছে বনদপ্তর। ইতিমধ্যেই শেখপাড়ার পাশের জঙ্গল ঘেরার কাজ শুরু করে দিয়েছে বনদপ্তরের কর্মীরা। ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। এদিকে ADFO কে ঘিরে ক্ষোভ প্রকাশ করল গ্রামবাসীরা। কেন বাঘ ধরা সম্ভব হচ্ছে না তার জবাব দিহি করতে হলো বন আধিকারিক কে।
